একজন সফল উদ্যোক্তার কথা
-----------------------------
নুরুল হাকিম তার নাম। পিতা নাছির মোহাম্মদ এর তৃতীয় সন্তান। কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ড বাহারছড়ায় তার বসতি। এক পত্র ও দুই কন্যা সন্তানের জনক তিনি।
2012 সালে তিনি সমাজসেবা অধিদফতরাধীন শহর সমাজসেবা কার্যালয়, কক্সবাজার হতে সুদমুক্ত 1০০০০/- (দশ হাজার) টাকা ক্ষুদ্রঋণ গ্রহণ করে ক্ষুদ্র ব্যবসা করেন। তিনি পান-সুপারী ও কলা বিক্রয় দিয়ে শুরু করেন তার উদ্যোগ। ঋণের টাকা যথাসময়ে পরিশোধ করে পুনরায় ঋণ গ্রহণ করেন। এ পর্যন্ত 4বার ঋণ গ্রহণ করেন এবং যথাসময়ে পরিশোধ করেন। সর্বশেষ ২০০০০/-(বিশ হাজার) টাকা ঋণ গ্রহণ করেছেন। যা আদায় চলমান রয়েছে।
একজন সফল উদ্যোক্তা হিসেবে ব্যবসার পরিসর বৃদ্ধি করেন এবং উন্নতি লাভ করছেন। বর্তমানে ব্যবসা থেকে তার মাসিক আয় গড়ে 30হাজার টাকা। তিনি পরিবার পরিজন নিয়ে সুখে জীবন যাপন করছেন। সন্তানদের শিক্ষাদান করছেন। সেসাথে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে যাচ্ছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS